আজকের রুবি রায় ভুলে গেছে ডেকে বলা সে কথা
কিশোর ছেলেটি আজ কিশোর নেই কি তাই ,রুবি রায়, ভুলেছ সে কবিতা


চৌরাস্তার মোড় -এ দাঁড়ায়ে সে আজও তবু আজ আর মুখ তার চেনা নয়
তোমার সে দামী গাড়ি ছুটে চলে চেনা পথে,   তাকে আর দেখ নাকো রুবি রায় ।
এক মাথা রোদ মেখে থেমে থাকে পোড়া বুক একে একে সিগনাল পার হয়
ক্লান্ত শরীর তার হতাশায় বাড়ি ফেরে খুঁজে চলে ফেসবুক এ ' রুবি রায় ।
তোমার ফ্রেইন্ড লিস্ট ভরে থাকে চেনা মুখ,  সেও আছে, ফলোয়িং  এ , অপেক্ষায়  
তোমার ছবিতে শুধু 'লাইক' করে সে ভাবে - যদি চোখে পরে তাকে ,রুবি রায় !


আজকের রুবি রায় 'লাইক' এর ভিড়েতে  একাকার
কিশোর ছেলেটি আজ কিশোর নেই কো তাই , রুবি রায় , নেই  তার   অধিকার ।


একদিন যদি  চৌরাস্তার সিগনাল ভাগ্যের ঘুম ভেঙ্গে থেমে যায়
বুকের পাঁজর ঠেলে না বলা সে ভালবাসা ছুটবে তোমার কাছে রুবি রায়।
সাহস করে সে যদি বুক চিরে ঢালে  প্রেম  বৃষ্টি নামবে পোড়া প্রাণ টায়
তখনি চৌরাস্তা ভরে দেবে মোমবাতি, খবরের শিরোনাম-এ 'রুবি রায় '|
প্রতিবাদী মিছিল  আর 'শাস্তি'র প্ল্যাকার্ডে ঢেকে যাবে ভালবাসা রাস্তায়
সমাজ  দিলনা  তার  ভালবাসার অধিকার , তুমিও যে বদলেছ  রুবি রায় |

আজকের রুবি রায় , তোমায় কি ভালবাসা হবে পাপ?
কিশোর ছেলেটি আজ কিশোর নেই কি তাই ভালবাসা  হ’লো তার অভিশাপ ?