হঠাৎ জেগে উঠে, কিম্বা কাজের শেষে রোজগার গুছিয়ে  
আমরা আলোকবৃত্ত পিয়াসী। আমাদের তীক্ষ্ণ দুটো চোখ
আলোকের নিশানা খুঁজে ফেরে । শীত ঘুম ভেঙ্গে রঙ্গিন স্বপ্ন
গায়ে জড়িয়ে আমরা সুশীল,সুবোধ। কেবল আলোকের ঝোঁক।
স্বার্থে নেই যদি সাড়া, আমরা সরে আসি অনায়াসে, অপমানের
অট্টহাস্যে করি অঙ্গুলি নির্দেশন।আমি ঢেকে রাখি সারাক্ষণ    
মানবিক আয়নায় নিজের লুকনো প্রতিবিম্ব। খোলস টা পরে  
আমি বা আমরা আজ সুধী-জন, বিক্ষোভের ভিড়ে একজন।  

স্পট লাইট এ আমরা আজ উপকারী বন্ধু, দুঃখের সাথী,
শুধু নিজের আখেরটুকু রাখি পরমে,চেনা মুখ হয়ে সুখী,  
শীততাপ ছেয়ে আসা ঘরে আমাদের চিরকালের অভ্যাস ,
আমরা,প্রতিবাদের মুখোশে আজ কেবল আলোকবৃত্ত মুখী ।।