অনেক টা পথ চলতে চলতে নিশ্ছিদ্র কুহেলিকা
জীবন কে করল আচ্ছন্ন , চেতনা পরশি হিম।
আবদ্ধ মন এক বিন্দু আলোর তপস্যায় ব্রতী,  
ঠিকানা হীন স্বপ্ন, পায়ে পায়ে চিনে নেয় অমসৃণ
যাত্রাপথ। উন্মত্ত খেয়া নোঙর ছিঁড়ে পাগলপারা ,
মনমাঝির হাল বেয়ে পার হয় জীর্ণ দিন ।
মেঘ নেমে আসে আকাশ ভেঙ্গে ,কুহকের
ছলনা মুছে নেয় একমুঠো আলো, অতি ক্ষীণ ।


জন্মান্তরে অবিশ্বাসী মন ফেলে আসা জন্মের
প্রসাদ নিয়ে ফেরে , বাঁধন ছেঁড়া তরী অকুলে ভাসে,
কালাকালের মুছে যাওয়া সেই আলোর সন্ধানে আজও
নামে ঝড়, ছোটে প্লাবন, শেষ আঁধারে যায় মিশে ।
নিয়ত তপস্যার শুরু আর শেষ গেঁথে চলে ধ্রুব আত্মা,
আলোক বিন্দু তমসা পেরিয়ে অনন্ত আলোতে হয় লীন ।।