মন ছিল নিরজনে
পাতার আড়ালে আনাচে-কানাচে  বৃষ্টির ফোঁটা হয়ে
রং ছিল অকারণে
উঠান পেড়িয়ে দুখের ঘরেতে  স্বপ্ন কে বুকে  লয়ে


পাগলা রোদের খেলায়
জ্বলন্ত বেলা মাটির দালানে শ্বাস  টেনে বেঁচে থাকে
ক্লান্ত বিকেল হারায়
প্রতিদিন চেনা বাতাস ভুলায়  দগ্ধ দুপুর টাকে


ধুম্র সন্ধ্যা হাসে
আধো চেনা ছায়া আঁধার রাজ্যে ক্রমে ক্রমে ডুবে যায়
রাতের ব্যথারা আসে
সাথে শুধু তার ফুরানো স্বপ্ন আবার বাঁচতে চায়