যে ভাষায় কথা বলি ,
যে ভাষায় প্রথম ডেকেছিলাম জননী কে "মা" বলে,
যে ভাষায় আমার জন্মদাতার আঙুল ধরে
বলেছিলাম "বাবা ",
একে একে হাঁটতে শেখা জীবনের পথ বেয়ে
যে চেনা শব্দের হাত ধরে,
যে ভাষা আমায় চিনিয়েছিল নিজের কণ্ঠের বানী ,
দীক্ষা মন্ত্রে উদ্বোধিত হয়েছিলাম আমি
" সা রে গা মা পা ধা নি " সাত টি স্বর এ ,
তোমার সাথে আমার চেনা দিন, চেনা কথা
মিলে মিশে এক হয়ে গিয়েছিল বন্ধু
সময়ের অসময়ে যে ভাষার আবেশে ,
জীবনের প্রতি স্মৃতি , প্রতি ক্ষণ
যে ভাষা আমায় বাঁচতে শেখাল ,
হাসতে শেখাল,
লড়তে শেখাল বন্ধু ,
যার পরশ নিয়ে প্রথম প্রেমের চিঠি লেখা
আমার পরবাসী প্রিয়তমকে ,
যে ভাষায় তার প্রাণের আবেগ কথা হয়ে
আমার কাছে আসতো উড়ে ,
যে ভাষায় আমি কবিতা লিখি
অবাধ্য চিন্তাকে বাঁধবো বলে ,
তুমি বাহবা দাও সে কাব্যের রস পান করে ,
আর আমি কবি হয়ে উঠি বন্ধু,
সেই ভাষা
আমার ভাষা, বাংলা ভাষা ,প্রাণের ভাষা ।  


ভুলে যাই আমার কোন ভাই কোন এক কালে
রক্ত ঝরিয়েছিল আজকের দিনে ,
লুটিয়ে পড়েছিল তোমার আমার আবেগ জড়ানো
তার রক্তাক্ত দেহ,
তবু ভাষার গরিমা হতে দেয়নি ভূলুণ্ঠিত।


আজ শুধু তাদের ঝরা রক্তের ফোঁটা
অশ্রু হয়ে মিশে যাক আমার জীবন ধারার অন্তরালে ।
একুশের পাতায় পাতায় আজ তাদের লড়াই
জিতিয়ে দাও বন্ধু।
ব্যস্ত সময়ের রশিটেনে
বাংলা ভাষার হয়ে উঠি এসো বন্ধু।