ওদের বুকফাটা কান্নার শব্দে ঘুম ভেঙ্গে গেলো
কালো রাত্রির । শিশু সূর্যের তেজ ক্রমে হ'ল
যৌবন-দৃপ্ত ।ছিল দিন নেশার ছলনায় নিমগ্ন,  
পৃথ্বীকে খুনে খুনে লাল করে দিল ।ওই কৃতঘ্ন
দিন আসবেনা ফিরে।ওরা জানে সূর্য আজ আর  
ঢাকবে না মেঘের ভয়ে।আলোর গতি আজ দুর্বার।
রক্তের দাগ যায় শুকিয়ে । ঝরে দু'চোখ ভোরে    
শুধু স্বপ্ন । দুঃস্বপ্নের জাদুকরী মন্ত্র যায় ফিরে ।

আশার ডঙ্কা বেজেছে।সঙ্কেত ক্রমে চিনে নিলো প্রাণ।  
শুভ চেতনায় আবিষ্ট মন,সর্বাঙ্গে মাখা মৃত্যুর ঘ্রাণ
ভোলে । রঙে রঙে মিশে মুক্ত হ'ল সাদা পাখী ।  
ওরা সূর্যকে চেনে,আর চেনে প্রীতি,অন্তরের রাখী।।