'এখানে হঠাৎ ? অনেক দিন পর দেখা,
তাইনা?
ভাবিনি তবে
আমার চোখে তুমি আবার প্রতিফলিত হবে
কেমন আছ?'


'এই... ,জীবনের সংযুক্তি মেপে চলেছি,
অনাহূত ।
আজ থাক্‌,
দিন যেমন চায় , তেমন ই যাক্‌ ।
অনেক বদলে গেছো! '


'তাই? কিজানি , হয়ত তাই!
বলে সবাই ।
আজ তুমিও?
তোমারও তো বদলেছে চোখ, হৃদয়টিও।
কেবল আজও সেই চেনা  বিযুক্তি  ।'


'হবে হয়ত,তুমি কিন্তু আজ আর নও
সেই তুমি,
যেন কুয়াশা,
অচেনা প্রতিবিম্বের অস্পষ্ট ভাষা
উষ্ণ আবেগে শীতল উক্তি। '


'হতে পারে, আসলে জমে থাকা কিছু সময়
হীম হতে চায়।
আসি,দেখা হবে,
আমার দোসর আর তোমার অবয়বে
আবার কোন বিযুক্তির ভুল পথে। '


'আমিও চলি, পথ ডাকে আমায়  
ফিরব তায়,
যদি  আর,
অবয়ব ছেড়ে প্রতিবিম্বে দাঁড়ায় দোসর আমার
সংযুক্ত ছায়া খানি একাকী  থাকবে সাথে ।। '