ছন্দে বেঁধে মন টা যদি বাঁধতে আমি চাই
নিন্দুকেরা বলবে -' বড় সহজ লেখা  ভাই '।
কঠিন কঠিন দাঁত ভাঙা সব হাড় চিবনে সাধ
ভাঙবে মনের সহজ দেওয়াল, বলবে -' এটা বাদ '।
লোভ দেখানো, মন ভোলানো তকমা জোটার আশা
পর্দা টানে মনের ঘরে, রুদ্ধ হল  ভাষা।
ভাঙল যেদিন ছন্দ গুলো, গল্প এসে জোটে,
মনের কথা পালিয়ে বাঁচে, মাথার শব্দ ঠোঁটে।  
নিন্দুকেরা আর হাসেনা ,গোঁফের কোনে -'তা',
বলে,' আহা ! কি লেখ হে ভায়া,শিউড়ে ওঠে গা ' ।
শব্দ গুলো হচ্ছে গুঁড়ো হামান্দিস্তায় বেঁটে ,
গিলছে  তারা কাব্য খানা করাত দিয়ে কেটে ।


রাতের বেলা জগৎ যখন আয়েশী ঘুমের ফাঁদে,
কাব্য ঘরের ভেতর হতে কারা যেন কাঁদে ।
নব্য কবি দরজা খোলে মনের ঘরে ধীরে ,
তকমা ভারে কাব্য কাঁদে ছিন্ন শরীরে ।
আমায় দেখে দৌড়ে এসে জাপটে ধ'রে তাই
বলল- ' আমায় আগের মত সহজ কর ভাই ,
কঠিন কঠিন রঙিন আমার দুর্বোধ্য দেহ,
রস টা নিয়ে নিংড়ে ফেলে, টুকরো করে কেহ ' ।
ভাবি!! - ' আমি  সহজ করেও ফুল ফোটাতে পারি ,
শব্দ গুলো দু 'পায় আমার পরায় কেন বেড়ি? '
মনের ঘরের পর্দা ছিঁড়ি মধ্যরাতেই শেষে ।
সহজ রে আজ নিলাম কোলে আবার ভালোবেসে ।
নিন্দুকেরা বলবে যেদিন - ' ছন্দ টারে ছাড়ো ',
ছন্দে বেঁধে সহজ এ মন কাব্য হবে আরও।।