লোকে বলে" ডেস্‌পারেট"
আমি বলি ;-ব্যতিক্রম
রোগ টা আমার চেনা বন্ধু,
রোজ রাতে একই ভাবে আমিও
জ্বলন্ত হৃদয় টা নিয়ে বিছানায় ছট্‌ফট্‌ করি ,
অন্ধকার ঘরটার জানলা পার হয়ে যায় আমার পৃথিবী ,
বাইরের জোছনাময়  রহস্যে হারিয়ে যায় আমার আগুন,
শত কোটি  চেতনার   প্রদীপ হয়ে  সারাবিশ্বে ,
রুগ্ন মনের কাগজ খোদাই করে  আমার কলম লিখতে থাকে,
নির্ভিক , নিঃসংকোচ , ফেঁপে ওঠা প্রতিবাদের বিস্ফোরণ হয়ে.
যতই বলবে ওরা " ডেস্‌পারেট"
আমি কলমে কলমে আঁচড়ে দেব  বন্ধু
সে  কটাক্ষ