ছিলাম ছোট , বায়না মনের কাজ
"দোতলা রথ কিনবো বাবা আজ "
হ'ল কেনা এবার সাজের পালা
রংবেরং এর কাগজ নিয়ে খেলা।
আটার আঠা,টুনির আলোয় মোড়া
জগন্নাথ আর বলরাম, শুভদ্রা ।
নিচের তলায় ছোট্ট একটা থালা
বাতাসা আর টগর ফুলের মালা ।
মায়ের সাথে রথ সাজাতাম সুখে
নানা রঙের স্বপ্ন মাখা চোখে ।
সন্ধ্যা হলে ঘণ্টা ঝাঁঝর হাতে
রথ টানতে যেতাম বাবার সাথে ।
পথে আরও পাড়ার কত ছোট
আমার মতই রথ নিয়ে বের হত ।
সেই সন্ধ্যা আজও ফিরে চায় ,
চুপি সারে আমায় ডেকে যায়  ।।