আজকে মনের আকাশটা কে হঠাৎ ছুটি দিলাম  
অনেকটা পথ পিছন দিকে আবার ফিরে গেলাম ।  
শুনতে পেলাম স্কুলের ঘন্টা, খুব চেনা কোলাহল      
টিফিন্‌ বেলায় ডাকলো কারা!-'কই রে? খেলবি চল "।
আজ মন আমার ফিরবে আবার টিউশন সেরে ঘরে    
বন্ধুরা মিলে চিনে নেবে পথ সাইকেল খানা চড়ে  ।    
বই এর ফাঁকে ফাগুনের চিঠি থাকত লুকিয়ে রাখা
কৈশোরের সেই প্রথম প্রেমেতে শেষ পিরিয়ডে লেখা ।
রোদ ঝল্‌মলে মিস্টি বিকেলে একসাথে বাড়ি ফেরা
ঝুঁটি বাঁধা মুখ আজও ভাসে চোখে,চুপি চুপি হাত ধরা।
তাই বুঝি আজও সব কিছু ভুলে বিকেলটা বড় প্রিয়
বাকি টুকু যেন অতীত হয়ে আঁকা,বাকী নেই একটুও।
দুটি ছোট মন এসেছিল কাছে সর্তহীন এক দেশে
ছোট প্রিয়া মোর ভুলেছিল পথ স্কুল জীবনের শেষে ।
আজও মনেপড়ে ব্যথার হৃদয়ে বন্ধুরা পাশে থাকা
কেঁদেছিল প্রান আঁধার গলিতে ,তবু হয়নিকো একা ।
যৌবন পার, মধ্য গগনে আমি আজ কত পূর্ণ
খ্যাতি মান্‌ জশ সবি আছে তবু একা আমি আজ জীর্ণ।
ম্লান হয়ে আসা রোদে আজ তাই বন্ধুরে পাশে খুঁজি  
স্বপ্নের ভীড়ে কৈশোর খানি হারিয়ে গিয়েছে বুঝি ।।