আমার চেনা পথ নিঃশব্দের জাল ছিঁড়েছে,  
রোজ কারা যেন ঘুমন্ত শহরটার গায়ে
লিখে দিয়ে যায় নামগোত্রহীন কিছু শব্দ ।  
আস্তাকুরের দুর্গন্ধ গুলো সাজানো অন্ধকারের  
আবছা অস্তিত্বে দিনের আলোর অপেক্ষা করে ,  
গন্য মানুষের সীমানার বাইরে পরিচয়হীন
নিবু আলোর খুপরি গুলো নিশ্চুপে নিভিয়ে চলে
সাবেকী চাপকানের নীচের লুকোনো কামাগ্নি ।
  
সুগন্ধির ছদ্দবেশ ক্লান্ত পায়ে ফিরে যায় বাড়ী  ।
তার পিছু নেয় গোত্রহীনের চাপা কান্নার সুর,
গন্য সমাজের সীমানায় এসে থেমে যায় তারা।
নিয়ে ফিরে যায় প্রলুব্ধ আর এক রাতের প্রতীক্ষা।
চেনা পথে কান্নারা রঙ্গিন আলো সেজে দাঁড়ায় ফের,
পেটের খিদে হারিয়ে দেয় বার বার গোত্রের দাবীকে ।।