দৃশ্য -১ :
আমার গায়ে হাজার বছরের  সংগ্রাম এর রক্তবিন্দু ।
রংবেরং এর সস্তার জামায় পড়েছে ঢাকা ।
আমার শহুরে আলাপের লম্বা হাত সদা প্রশস্ত।
রুচির পরিপাট্য স্বল্প রুজির স্থিতিস্থাপক পদযুগল কে করেছে ক্লান্ত।
শ্রেণী মার্গের সৌখিন প্রদর্শনীর মাঠে আমি আছি,
চিন্তা শীল বাগ্মিতার সুশীল মঞ্চে আমি আছি‌,  
সস্তার শাড়ি তে ইস্তিরির মতো টান টান আমার মান ।
তার পর সংগ্রামী শক্ত হাতে পেলব হাত তালি ,
যাচিত আলাপ চারিতা ,
পেটে খিদের গল্পরা চুপ আজ চা এর বিরতি তে ।।


দৃশ্য  -২ :
তার পর রেলের ঘড় ঘড় শব্দ পার হয়ে  
আমার ক্লান্ত আঁচল বাড়ি ফিরে  কপালের ঘাম  মোছে ।
পুরনো সিলিং ফ্যান এর চেনা হাওয়ায় সরে যায় আমার জীবন নাট্যের পর্দা ।
শুকনো রুটি আর তরকারির পাতে
সুধী সমাজের সুখ অনুভুতি গুলি গিলতে থাকে আমার অবয়ব ।
রাত শেষ , রবিবারের হুড়োহুড়ি সাজ ম্লান ।
একটা স্বপ্নের রাত্রি পার হয়ে যায় মধ্যবিত্তের ,
সোমবারের ব্যস্ত পায়ে  চেনা সংগ্রামের অপেক্ষায় ।।