জ্যান্ত  দেহাবয়ব এ মৃত আত্মা নিয়ে আমরা বধির …
সোনার চামচে কিছু চেনা মুখ রোজ খাইয়ে দেয়
নির্বুদ্ধিতার ঘোল,
তাতে গোলাপজলের এসেন্চ দেওয়া
বুদ্ধিবাদের বুড়ো কাকের দল,,


কব্জি ডুবিয়ে চেটে পুটে উদর করণ রয়ে গেছে বুঝি অসামপ্ত,
ঠান্ডা গাড়ি চেপে নাতি যায় ইংরাজি স্কুল ,
ঠান্ডা গাড়ির ঝাপসা কাঁচ বেয়ে দশক-দশকের অভুক্ত শিশুদের চোখের জল গড়িয়ে পরে  ,
তখনও চলতে থাকে নির্লজ্জের নোটের পাতা  হাতে নিয়ে
পেট থেকে বের করা সমাজের চুল চেরা বিশ্লেষণ ,

বিদেশী চশমার কাঁচ ভেদ  করে ; মনোরঞ্জন এর  পর্দা চুরমার করে ,
আমার হৃদপিন্ড টাকে বিধতে থাকে ...
রিমোট হাতে আমি ভুলে থাকি বিশ্ববিদ্যালয় গলে
পরে থাকা একটা মৃত মুক সরীসৃপ এর মতো ,
টিপ ছাপ এ আর নাম সই এ তফাৎ থাকেনা কিছু,


কাদায় কাদায় চারিদিক লেপা
তবু ভয় নেই
আমরা নাম  সই এর দলে
কাকতাড়ুয়া হয়ে  কলম আঁকড়ে বাঁচি