অনেক হল কলরব  ,
এবার একটু দুর্গা নাম হোক বন্ধু,
হাতের সিগারেট পুড়ে ছাই হয়ে গেছে,
হাত টা শেষ আগুনে পোড়ার আগে
একবার ধুনুচি জ্বালাও বন্ধু।
রোজ ভিড়ে  
পাশে হাঁটা অসুরগুলোকে চিনে নাও,
তোমাদের তাজা রক্তের শ্লোগান
বিক্রি করে ওরা রোজ ,
সময়ের সাথে  মিলিয়ে যাওয়া মিছিলে
পড়ে রইলো
তোমার ভবিষ্যৎ ,
বন্ধ বই এর ভাঁজে
অবহেলিত কলমের শীষে
তাকে ফলন দিয়ো বন্ধু।
ক্রমশঃ মিলিয়ে যাওয়া ক্ষুব্ধ রং গুলো  
তোমার ভেজা ঘ্রাণ নিয়ে ফিরে যাবে,
ওদের ধুসর ষড়যন্ত্র ছিঁড়ে এনে
তোমার লজ্জা ঢাকো বন্ধু ।
গড্ডালিকার বাঁধন ছেঁড়ো,
দু-পা পিছোও, পিছোন ফেরো ,
চল্লিশ বছর ঘর ছাড়া
রাস্তায় জড়ানো বুড়ি মা কে
দুর্গাপাড়া চিনিয়ে দাও বন্ধু ।


(৯ /২৭/ ২০১৪)