রঙ,
তুমি কাছাকাছি, চোখের সমুখে,
আনাচে কানাচে, ছড়িয়ে থাকা
          প্রতিবিম্বে মাখামাখি হও।
যখনি যেমনি তুলির টানে,
জলে গুলে, নব নব রাগে
                         অনুভূতি চাও।
যত কাছে থাকো,সুমুখে,পাশেতে,
সোহাগে সোহাগে
                        সুখ এনে দাও।
ফিকে হয়ে আসা কোনো অভিমানে
ইতি টেনে আনা পটচিত্রে
                       প্রদীপ জ্বালাও।
সুখ অনুরাগে, মনে প্রাণে
              রঙিন আবেশ ছড়াও।
দূরে সরে যাওয়া এক লহমায়
সব রঙ মুছে ক্রমে ক্রমে তায়
                    নিমেষ এ হারাও।
ঘোলা জলে  কোথা মিশে গিয়ে,
                তুমি স্মৃতি হতে চাও।
ছায়া হয়ে ঘেরা মোহাবেশ ছেড়ে
চিত্রে চিত্রে নব কাহিনীর
                      আখরে মিলাও।।