শিক্ষা,
      আজ আত্মপলব্ধির গ্লানিময় যন্ত্রণা থেকে  
দিলাম তোমায় মুক্তি । অন্তঃসার শূন্য কিছু
কানাকানির ভীড়ে তুমি বড় ক্লান্ত। স্বপ্ন-বিমুখে
হিংসারা কেবল পায়ে পায়ে ছোটে অশিক্ষার পিছু,
                 চূর্ণ করে তোমার মর্যাদা। আজ হও তুমি মুক্ত
                 সকল বধিরতা থেকে। অজ্ঞানের হড়কা বানে
                 ভেসে আসে পচনশীল বিবেক, কিছু চিন্তাহীন রিক্ত  
                 শ্বাপদের দল, অন্ধকার দুরাশার তীব্র অপমানে  
                                     তোমার দর্পণ করে ঝাপসা । কলমের শীষে
                                     তোমার বেড়িপরা হাত আঁকে যুক্তি,বহু দামী,
                                     ভেসে যায় স্রোতে সেই দাবী। পার্থিব ক্লেশে
                                     ভগ্ন শিক্ষা, দিলাম তোমায় মুক্তি ।
                                                                      ইতি,
                                                                            আমি ।।