কবিতার আড়ালে মনকে আমি লুকিয়ে রাখি,
রোজ ভাবি,জীবন বুঝি তাকে পারবেনা ছুঁতে ফের।
নয়তো ভাবি, জীবনকে আর করবেনা তারা ক্লিষ্ট,  
সেই এক নিমেষের নিশ্চিন্ত পলায়ন বুঝি চিন্তাহীনের ।  
নিরন্তর লুটে নেয় প্রেম , আমার সৃষ্টির পাতা ছিঁড়ে,  
পুড়িয়ে দেয় আমার প্রেরণার তৃপ্তি সৃষ্টি স্বাদের ।
চিমনির ধোঁয়ার সাথে ফন্দীকরে বারুদগুলো যেমন ,
আকাশটাকে চুম্বন করে লিখেযায় ঠিকানা অন্তহীনের ।
আমার কবিতার বুক চিরে ছুটে চলা ভাষাগুলো অবাধ্য,  
এলোমেলো হয়ে লিখে চলে কথা আপন মনের।
যেন অবকাশ বয়েআনে এক সংঘাতের অসহন বার্তা,
শুধু কবিতার মাঝে কবির আজ সময় হল পলায়নের।