ওরা জানে আমাদের আবেগ কত দামী ,
তাই ওরা বিক্রী করে আবেগগুলো রোজ ।
ওরা জানে আমরা শুধুই লড়তে জানি  
তাই ওরা শান্তির ছলে যুদ্ধের দেয় খোঁজ ।


ওরা বোঝে কিভাবে স্বপ্ন বেচে খাওয়া যায়,
তাই ওরা দেখায়  শুধু স্বপ্নের চোখে জল ।
ওরা জানে আমরা কুড়োই ওদের ছড়ানো বুদ্ধি
আমাদের  আপন বোধের যে নেই তল ।


ওরা খবর কেনে,গড়ে কিম্বা খবর করে ভাড়া ,
তবু ওদের চোখে আমার চোখ মিশে থাকে ।  
ওদের দোষ নেই, দোষী আমার মেরুদণ্ড
আমার দুর্বল মন চেতনাকে পঙ্গু করে রাখে ।।