ঝপ্‌ ঝপ্‌ শব্দ
              বালতি টা জল বুকে করে গড়িয়ে চললো
                      ভুল বললাম -ভেসে চললো
                     সঙ্গে আমার সাজানো বাগান,
                  সখের বারান্দা , আরামের বিছানা।
                      সব নিয়ে ওরা ভেসে গেলো;
                আমার সব থেকে কাছের মানুষ গুলো...।


                         আমি দূর কর্মক্ষেত্রে
        টেলিভিশনের সামনে ভীড় ঠেলে দেখছি বন্যার খবর।
                       কী একটা আতঙ্কে একবার,  
                   ভুল বললাম - একবার নয় দু বার,
     না না আনেক বার চেনা নম্বর গুলো হাতড়ালাম ভীতু মনে ,
             কিন্তু আমার ভাসন্ত সংসারের ব্যস্ত মানুষ জন
         নিথর দেহে আজ পরিসেবা সীমা ছাড়িয়েছে অনেক্ষণ…|


        নদীর উদর হতে হয়ত আরও কত চেনা-অচেনা মুখ
             হাত বাড়িয়ে ধরতে চাইছিল  জীবনের  রশি
                          একটা  অপূর্ণ জীবন
                  ভুল বললাম - একটা স্বপ্নের জীবন
                 শুধু কান্না মিশেগেলো ঘোলা হাওয়ায়
                              প্রকৃতির প্লাবিত কুলে
                    হাহাকার গুলে গেলো জল আর জলে...।


                  যখন সেই চেনা রাস্তা ধরে ছুটে এসে
                            দাঁড়াব শূন্য পাড়ে ,
                             স্মৃতির  বাগানে  ,
                     ভুল বললাম - হারানো ভুবনে ।
              আমার একলা হাত খুঁজে বেড়াবে কিছু ভালবাসা
                         সারা জীবন ধরে , সলিল তীরে
                পরে থাকা জমাট বাঁধা  ভাঙ্গা মাটির ভিতরে ...।।