রোদের হিংসে মেখে কালবৈশাখী ছোটে
     গ্রীষ্মের কঠোর শাসন ।
বৃষ্টির দরবারে গান গায় মল্লার
      খুশি হয় বর্ষার মন ।
আকাশের কড়াই তে মেঘেদের ফুলুরি
     শরতের বড় ভাল-লাগে ।
আঁধার রাতের ঘরে হিমেলের আনাগোনা
      হেমন্ত পাহারায় জাগে ।
কুয়াশার  চাদরেতে  ঠাণ্ডার  নকসা  
    গায়ে দিয়ে শীত যায় বেড়াতে।
ঝরা পাতা চুপি চুপি গাছ থেকে পালালো
  "খোঁজ্‌-খোঁজ্‌ ফাগুনের পাড়াতে"।।