অভিনব ধরনীর তরুণ আমি,
           পল্লী আমার জন্মস্থান।
লিখছি সবে কাব্য যখন,
  দেখাবো নব্য পল্লীর অবস্থান।


কৃষিভূমিতে চেয়ে দেখি,
   নেইকো অধিক লাঙ্গল।
কর্ষণ হচ্ছে কৃত্তিম কৌশলে,
   ফলছে অধিক ফসল।


যে চাষীভাইদের সাম্প্রতিককালে
        ছিল বাসস্থান কুড়ে ঘর।
বিদ্দুত এসে তারাই আজ
      রাখছে সব দেশের খবর ।


তাদের ফলানো শস্যে আজও
       বাচছে সবার প্রাণ ।
তাদের সন্তানরাও সর্বত্রে পড়ছে,
     রাখছে দেশের মান।


অধিকাংশ পল্লীতেই পাকা রাস্তা,
          হয়েছে পাকা বাড়ি।
নব্য পল্লীও সভ্য আজ,
          চড়ছে তারাও গাড়ি।