শালীন ভুবনে অবস্থান গো তোমার,
           তোমায় বড্ড ভালোবাসি।
আবাদী মোদের ঊর্ধ শতকোটি,
                   মোরা ভারতবাসী।


শোষণ শাসন ধিক্কার জানিয়ে
                  নাইট প্রত্যাখান।
উনিই শ্রেষ্ঠ বিশ্বকবি
            গীতাঞ্জলি চাক্ষুষ প্রমান।


বৃক্ষগনেরও স্পন্দন আছে,
                  করেছিলেন প্রমান।
নামটি উনার জগদীশচন্দ্র,
                ভারতমাতার সন্তান।


মহাকাশচারী কল্পনা প্রথম নারী
      ধরিত্রী পথে দিয়ে গেলো প্রাণ।
তোমার মাটির নারী সর্ব পারদর্শী
                 ইতিহাস তার প্রমান।


পদার্থ-অঙ্কেও অবদান গো মোদের ,
            নেইকো কথাও অস্বীকার।
বোস তত্ত্ব,রামানুজ গণিত তত্ত্ব,
              শত ভারতীয় আবিষ্কার।


তোমার মাটিরেই সন্তান গো মোরাও,
             তোমায় বড্ড ভালোবাসি।
গর্ব মোদের বলতে পারি,
                     মোরা ভারতবাসী।
               ________
           দেশাত্মবোধক কবিতা