আবারো আকাশ কালো করতে শুরু করবে,সকলেই মাথা বাচানোর তাগিদে একটু আশ্রয় খুজে বেড়াবে,লেগুনার রেলিং ধরে সারাক্ষন ঝুলে থাকা অল্পবয়স্ক ছেলেটি দাত করে আবার বলবে,
'আইজকা খুব জোরেসারে আসবে"
সংসদের পাশে বসা স্কুল পালানো যুগলরা ভয়ে রওনা দিবে
আর খুব সাহসিরা ছাতা খুলে মোকাবেলা করবে ঝড়ের আর লজ্জার
কোথা থেকে কিছু টোকাই ছেলে লাফানো ঝাপানো শুরু করবে
আজ যে বৃষ্টি আসবে বলে
রাস্তা অচিরে ফাকা হয়ে এলো বলে
টং এর দোকানে তেরপলের পাশে পানি গরম করার ভীর এলো বলে
বৃষ্টির সাথে গরম চা এর চাহিদা আবার বাড়বে বলে
হঠ্যাত আকাশকে দুভাগ করে আলোর রেখা দেখা দিবে
তারপরেই
বড় বড় ফোটায় আবার বৃষ্টি আসবে
মৃত নগরী আবার জেগে উঠবে
উঠবে জেগে সেই সারাটা সময় শুয়ে থাকা হুলোবেড়ালটা
জানালার কোনায় থাকবে বসে একা চড়ুই পাখিটা
কবির কলমে লেখা হবে নতুন কোন কবিতা
নতুন সুরে কোন গাইবে গান নতুন করে আকবে কেউ পুরোন ছবিটা
নতুন জীবন ফিরে পাবে শহরের শুষ্ক মরে যাওয়া জীবগুলোরা,
আমার মত কিছু ছন্নছাড়া আবার বের হবে কানে হেডফোন আর কাধে নিয়ে পুরোন ব্যাগটা
শুনবে বৃষ্টির সুর আর হা করে গিলবে বৃষ্টির প্রতিটি ফোটা
বুক ভরে নিবে সেই বৃষ্টির ঘ্রান আর গাইবে সেই বৃষ্টির চিরচেনা গান


"আজি ঝরো ঝরো মুখর বাদল দিনে"