"বকের ডানার মতো ধবধবে শরতের আকাশ।
সকাল থেকেই একটা প্রজাপতি ডানা ঝাঁপটাচ্ছে।
এক ফুল ছেড়ে আরেক ফুলের শরীর চেপে ধরছে।
শুভ্র মেঘের পিরামিডে লুকিয়ে থেকে তুমিও কি
এই দৃশ্য দেখছ.....??
চলোনা আমরাও প্রজাপ্রতির মতো উড়ে বেড়াই,
এই ফুল থেকে ঐ ফুলে,
দুজনে মিলে রঙ ছড়াতে থাকি.....!!


"নীল রঙের সেই শাড়ির সাথে কয়েক ডজন চুড়ি হাতে
কপালে একটা লাল টিপ.....
অমন মায়াহরিনী ডাগর দুটি চোখে কাজল লাগিয়ে
যখন আমার প্রিয় ঋতু শরৎ এর সকালে
মেঠোপথ ধরে আমার হাতে হাত রেখে হাঁটবে,
তখন আকস্মিক উষ্ণতায় হৃদয়ে আষাঢ়ের ঝড় বইবে!


"তোমার সাথে যুগলবন্দী পথ চলতে চলতে নদীর পাড়ে
কাশফুলের মাঝে এসে যখন দাঁড়াবো,
তখন তোমাকে এক পাশে স্থির রেখে,
এই যুগের লিওনার্দো দ্যা ভিঞ্চি হয়ে,
আমার হৃদয় ক্যানভাসে একে ফেলবো তোমার
পোট্রেট.....।।
আর সেটা স্থান পাবে যাদুঘরে,
আর তুমি হয়ে যাবে এই যুগের মোনালিসা.....!!


"শরতের বিকেলে আকাশের বুকে সাদা সাদা মেঘ
উড়ে।তোমার কোলে গা এলিয়ে দিয়ে শুয়ে থাকবো,
আর তুমি সুরের মূর্ছনায় মন ভরাবে আমার।
ইচ্ছের পশরার ষোলোকলা পূর্ণ করতে,
নৌকাতে করে খোলা আকাশের নিচে তোমাকে নিয়ে চষে বেড়াবো আমি,
আর নৌকাটা হবে এই যুগের টাইটানিক।
কোনো এক পাথরে প্রচন্ড ধাক্কা লেগে ভেঙে যাবার
ভয়ে নদীতে ভাসাবো না,
অশ্রু নদীতে কিংবা বাদলার শুধু রেখে দিবো
ধূসর বালুচরে,
যেখানে রৌদ্রতাপেও সবুজ বৃক্ষ হয়ে ছায়া দিবে
আমার ভালোবাসা টাইটানিকটাকে.....!!


"নীল আকাশের সাদা মেঘের আনাগোনা হটিয়ে,
আর শরৎ-সোনার আলো নিভিয়ে দিয়ে
বর্গীর মতো হঠাৎ হঠাৎ হামলা দেয় কালচে ধূসর মেঘ।
সেই মেঘের সাথে তাল মিলিয়ে লুকোচুরিতে মগ্ন
থাকবো তুমি আর আমি".....!!