বাবাদের কাছে কভু বড়ো হওয়া যায় না ,
কেহ বোঝে কেহ আবার বুঝিতে চায় না।
বাবা হওয়ার আগে তাই বাবা চেনা দায় ,
প্রথমে যে চেনাজানা তার উছিলা মায় ।
বাবা মানে অনেক বড় অন্য রকম কিছু ,
নির্ভয়ে তাই হেটে চলি বাবার পিছু পিছু ।
বাবারা যা বলে তা অন্য কেহ-ই বলে না ,
বাবাদের সাথে কারো তুলনা-ই চলে না ।
এই তো আমি পাশে আছি - ভয় নেই বাবু ,
বাবাদের একটি কথায় সকল ভয় কাবু ।
বাবা মানে জীবন যুদ্ধের অক্লান্ত সৈনিক ,
বাবা মানে ভাত রুটির নিশ্চয়তা দৈনিক ।
বাবা মানেইরোগে শোকে অফুরন্ত শক্তি,
বাবা মাত্রেই অনাকাঙ্খিত যন্ত্রণায় মুক্তি ।
বাবা মানেই অফুরান জীবনে সর্বদা জয় ,
কোনোদিন বাবার প্রতি অকৃতজ্ঞতা নয় ।


✅ কবি : মেহেদী হাসান রনি