অসভ্যতার জন্মে তোমাদের ঢাকঢোল,
সভ্যতার মৃত্যুতে তোমাদের উল্লাস,
ধ্বংসের খেলায় মাতাল,
পায়ের নীচে পবিত্র মাটি পিষে,
সভ্যতার দেহ থেতলে দিয়েছে মাটির সাথে,
বেঁচে আছ পৃথিবী নামের কোন ভিন গ্রহে।
আজ কি তোমরা সবাই মানুষ?
তাহলে তোমাদের চোখে জল কই?
একদিন তোমাদের চোখে জল ছিল,
ছিল বিবেকের দীপ্তশিখা,
মানবতাবোধের উপাখ্যানে ছিলে তোমরা প্রধান চরিত্র।
শরীরের রন্ধ্রে রন্ধ্রে মানুষের রক্ত প্রবাহিত হত,
তখন তোমাদের রক্তের বর্ণ ছিল লাল।
ধরণীর নরম বুকে অপরাধবোধ বলে একটা শব্দ ছিল।
একদিন তোমরা সবাই ছিলে সৈনিক,
বেঁচে থাকার কিংবা বাচিয়ে রাখার প্রানপন চেষ্টা ছিল,
ছিল পরিশ্রান্ত শরীর ,বিষণ্ণ মন।
বসন্তের সৌরভে এখন অবিবেকের আনাগোনা,
রক্ত পিপাসুর তান্ডবে দাউ দাউ জ্বলে মানবতা,
সভ্যতার অস্তিত্বের সৎকার শ্মশানে,
ছাই ভস্ম বিলীন হয় তাজা রক্তের স্রোতে।
একদিন তোমাদের চোখে সুন্দর স্বপ্ন ছিল,
জীবন বিলিয়ে মানুষের তরে,
তোমরা ছিলে মানুষদের মত দেখতে ,
বিপদে আপদে উপকারী মানুষ রুপে।
ক্ষয়ে ক্ষয়ে মানবতার মৃত্যুতে
তোমরা আর বিশুদ্ধ হবে কবে।