পঁচিশে বৈশাখ,হল রাঙা ভুবনডাঙা,তব জন্মদিনে -
বুকের আশা'বাংলা ভাষা' ধন্য হল শুভক্ষণে।
দ্বারকানাথ নাতি তুমি,দেবেন্দ্র সন্তান রবি,নমি -
একাই একটা পৃথিবী,প্রতিভার এক বিস্ময়,তুমি।
আটপৌরে স্মৃতির ডোরে বাঁধা তোমার সুরের গান
কান্না-হাসি দুঃখ-সুখে জুড়ায় সবার মনপ্রাণ।
আছো তুমি কবিতা নাটক নভেল ছড়ার মালায়
ছদ্ম নামে ধরা ধামে,কবিগুরু,কল্পলোকের চিত্রকলায়।
কৃষ্টি-বৃষ্টি-সৃষ্টি-বিস্তৃতি,তোমার হাতের ছোঁয়ায়
ছয় ঋতুতেই খেলে বেড়াও,আপন কর্ম ধারায়।
শরৎ কালে ফোট তুমি শিউলি ফুল হয়ে
বর্ষার বেল- জুঁই তুমি ঝরনা ধারায় বেয়ে।
শীতের তুমি হলুদ গাঁদা ভরাও সবার নয়ান
হেমন্ত মাঠ ধাঁধিয়ে তোলো ঘরে সোনার ধান।
বাসন্তী কোকিল হয়ে ভাসাও বাতাস মধুর তানে
কৃষ্ণচুড়া পলাশ সাজি আবির ছড়াও অশোক বনে।
মুকের মুখে ফোটাও ভাষা,হৃদয় ভরা ভালোবাসা
মনের কোণে স্বপ্ন জাগাও নিয়ে সবুজ আলোআশা।
নোবেল জয়ী বিশ্বকবি জগৎ জোড়া তোমার সুনাম
পবিত্রতার প্রতীক তুমি জন্ম দিনে লহ প্রণাম।।