আমার বদনাম আছে..!
আমি নাকি ভালোবাতে পারিনা,
ভালোবাসতে জানিও না,
আচ্ছা, যদি বলি ভালো কি করে বাসতে হয়?
কি উত্তর দিবে?
রোজ দু'বেলা নিয়ম করে চুমু?
নাকি দুপুরে ভাতের মতোই তরকারি?
ভালোবাসি বলাটা..!
আচ্ছা, যদি কেউ তোমার মুখ দেখে বুঝে নিতে পারে,
ঠিক কতটা ক্লান্তি স্পর্শ করেছে,
তোমার বর্তমান পরিস্থিতি।
কেউ যদি তোমার মানিব্যাগে জিরোতার আভাস পেয়ে,
মুহূর্তে তার চাহিদাগুলো বিসর্জন দেয়।
খুব ভীরের মধ্যে যদি তোমার হাতটা কেউ,
এমন শক্ত করে ধরে রাখে,
যাতে মনে হয় সেই হাত আর কোন দিনও
আর কোনভাবেই ছাড়ানো যাবে না।
যদি তোমার স্তুনের সাথে ভিড়ের ঘষা লাগার মুখে
নিজে পাছির হয়ে দাড়ায়।
যখন তুমি পরিবার, কলেজ, অফিসে
নিজেকে প্রমান করার চ্রেষ্টায় ব্যর্থ হয়ে
আবার নতুনের সূত্রপাতে ইচ্ছে হারাতে বসেছো
আর ঠিক সেই সময় সেই মানুষটা প্রমান করে দেয়
তুমি নিজের উপর থেকে ভরসা হারাতে পারলেও,
তার তোমার উপর বিশ্বাস আর ভরসা,
মাঠের মাঝখানে দাড়ানো তালগাছটার মতোই দৃঢ়।
তখনো কি ভালোবাসার প্রমান দিতে হবে?
আমি যদি দু'বেলা ভালোবাসি না বলতে পেরে,
দু'বেলা একটু চ্রেষ্টা করি ভালো রাখার,
তবুওকি আমাকে শুনতে হবে আমি ভালোবাসতে পারি না?
নাকি তুমি নিজেকেই চেচিয়ে জানিয়ে দিবে,
যে ভালোবাসলেই ভালোবাসি বলার দরকার পরে না।
ভালোবাসলে ভালো রাখতে হয়।
চ্রেষ্টা করতে হয় ভালোটা যেন বাসি না হয়ে যায়।