তাক্ ধিনা ধিন ছাগল ছানা
নাচে ঘুরে ফিরে,
মা তারে কয় বাছারে তুই
যাসনে বেশী দূরে।
তাক্ ধিন্ ধিন্ তিড়িং বিড়িং
তা ধিন্ তা ধিন্ তা,
চক্ষু বুঁজে নেচেই চলে
ছাগল ছানাটা।
নেচে নেচে ছাগলছানা
পৌছে বনের কাছে,
যেথায় দেখে মায়া হরিণ
মুখ উঁচিয়ে আছে।
তাহার চেয়ে অধিক মায়া
ছাগল ছানার চোখে,
মায়া হরিণ তাইতো অমন
অবাক চেয়ে  থাকে।


✅মেহেদী হাসান রনি