তুলতুল ছিল এক বিড়ালের নাম ,
বুঝবেনা কেউ তার কত ছিল দাম ।
চুলগুলো ছিল তার সাদাকালো মেশা,
পেয়ালায় দুধ খেতে ছিল বড় নেশা ।
তুলতুল গান গায় চুলবুল শোনে ,
বুলবুল থাকে তার পুরো আয়োজনে ।
চুলবুলের পরিচয় তুলতুলের দোস্ত ,
আসলে সে গুড ডগ খায় দুধ গোস্ত ।
তিন বেলা গান করে নেই কোন চিন্তা  ,
চুলবুলের তবলায় তা ধিন ধিন তা ।
তুলতুল গান গায় - মিউ মিউ মিষ্টি ,
চুলবুল বলে তারে - বাহিরে যে বৃষ্টি ।
বৃষ্টিটা ক'মে গেলে চ'লে যাব দোকানে ,
কিনে দেব ঝুড়ি ভরে যা পাব ওখানে ।
দোকানে গিয়ে গিয়ে ওরা চায় দুধভাত ,
দোকানি রেগে বলে - এ কী উৎপাত ।
চুলবুল তুলতুল ফিরে আসে বাড়িতে ,
দোকানে যাবে ফের মনিবের গাড়িতে ।
মনিবটা একদিন দোকানে নিয়ে যায় ,
কিনে দিল রুটি কলা দুইজনে মিলে খায় ।
তুলতুল ডেকে বলে - চুলবুল ভাইরে ,
মনে হয় দোকানে আজ দুধভাত নাইরে ।