চীনে এক ভাইরাস এলো
করোনা তার নাম,
যাকে ধরে মারে তাকে
অস্থির ধরাধাম।


ধীরে ধীরে সেই ভাইরাস
ছড়ালো সারা বিশ্বে,
যত রকম ভাইরাস আছে
করোনা তার শীর্ষে।


সঙ্কা মনে এই ভাইরাস
আসবে মোদের দেশে,
ভাবনা সবার সত্য করে
ছড়ালো অবশেষে।


জরুরী অবস্থা ঘোষনা করে
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ,
অজানা এই ভাইরাস নিয়ে
সবার মনেই দ্বন্দ।


অবস্থা আরও খারাপ ভেবে
বন্ধ সারা বাংলা,
ঘরে বন্দি ঘরের মানুষ
জঙ্গলে বন্দি জংলা।


সবার মুখেই আলোচনা
এই করোনা রোধের,
কিন্তু এটা খোদার গজব
উদয় হয় না বোধের।


আল্লাহ মোদের শাস্তি দিতে
দিয়েছে এই করোনা,
তবুও কেউ বলেনা মা'বুদ
এভাবে মোদের মেরো না।


বোধের উদয় ঘটাও খোদা
বাঁচাও আজাব হতে,
তব ইবাদতের তৌফিক দাও
মোদের দিনে রাতে।।