এই ধরিত্রী ও স্বার্থপর!
সুযোগ বুঝে নিজের স্বার্থটুকু কেড়ে নিতে ভুল করেনা।
অনিমেষ ভালোবাসা নয়নে ঝরেছে কতকাল। সে বহু পূর্ব হতে এ প্রাণটি 'তানপুরা' র করুণ সুরে বন্ধি।


চলমান এই দেহ খানা অদৃশ্য দহনে জ্বলছে কত যত্নে।


"চলে যদি যাও তুমি,
হতে আমার ভুবন
ক্ষণিক কেঁদে ভুলে যাব কত নিশি,
শত খেলা ঘর।"


এই ধরণি,
এই নিখিল,
এই তৃণলতার শ্যামল দূর্গে  
তুমি কেবল প্রেমময়।


তুমি হারিয়ে যাও।
তুমি হারিয়ে যাও।
তুমি প্রেম দিতে এসেছিলে,
প্রেম পেতে এসেছিলে।
তুমি হারিয়ে যাও ধরণি'র স্বার্থ হয়ে,
এখানে প্রেম নেই।