সন্ধ্যার সকালে তুমি এসো
গৌণ কবির নীড়ে তুমি এসো
কোমল মাটি মাড়িয়ে কিম্বা উপহাসের পেখম ছড়িয়ে
উত্তেজিত ঠোঁটযুগল নিয়ে,তুমি এসো;


তবুও তুমি এসো,প্রণয় হবে আমাদের
তুমি দিবে ঈর্ষা আমি দিব প্রেম
নষ্টকে করব ভ্রষ্ট,তবু তুমি এসো,হে আমার বন্ধু-শত্রু!


তোমার মুখ থেকে বর্জিত উৎকট  শব্দমালাকে আমি করব শুভ্র পদ্ম।
তোমার লাল টকটকে তীক্ষ্ণ  দৃষ্টিকে নিমিষে করে দিব মুক্তোর ঝর্ণা।
যে তুমি মাড়িয়েছ গোলাপ,পিষ্ট সে গোলাপের দীর্ঘশ্বাসের
চেয়ে তোমার কোমল কাতর স্বপ্নগুলোকে করে দিব প্রোজ্জ্বল। তুমি এসো,এক কাপ ধূমায়িত চায়ে কিম্বা এর অধিক আতিথ্যে পেতে দিব
আমার যা কিছু আছে-নেই;তবু তুমি এসো...


ব্লাউজ-উপচে-পড়া ব্যাপ্ত বুকে যেখানে তোমার অনাদিকালের হিংস্র চাহনি,ভুলে যাবে সব পেয়ে যাবে মাতৃত্বের পবিত্র স্বাদ...তবু তুমি এসো-


শূন্যতার খোলা উদ্যানে গড়ে দিব ভালোবাসার প্রাসাদ,একুশের উৎসব থেকে বাঙালির নববর্ষের দামামা বাজিয়ে আমাদের প্রণয় হবে এই ছাপ্পান্ন হাজার বর্গমাইলের ছোট্ট নীড়ে;


এসো তুমি এসো
সন্ধ্যার সকালে তুমি এসো
গৌণ কবির নীড়ে তুমি এসো
কোমল মাটি মাড়িয়ে কিম্বা উপহাসের পেখম ছড়িয়ে
উত্তেজিত ঠোঁটযুগল নিয়ে,তুমি এসো;