ভিজতে চাও প্রেম সোহাগে বজ্রনাদে এসে !!!!
না না.......
ভিজতে যদি চাও হে পথিক,
ধরার বুকে এসো, বজ্র হয়ে গগনে নয় ধুলোর সাথে মেসো.....
আমি ঝর্ণা, আমি নদী, আমি ভাঙি পথের পাথর কুচি। সাগর সৈকত ভীষণ প্রিয়, তবু যেতে মন চায় না.....সাগরের সাথে মিশে গেলে আমার অস্তিত্ব খুঁজে পাই না।
আসব সেদিন যেদিন তুমি ডাকবে বাঁশির সুরে, শাড়ির আঁচল বাঁধবো তোমার চেখে আলতো করে। জানো পথিক......কবিতায় আমার ভীষণ রকম ভয়, হারিয়ে গেছে খামখেয়ালি বাস্তবতাময়।
হার মেনেছি ওই বুকেতেই, মুখ লুকানো সুখে, একতারা টায় নাম লিখেছি.....
অতি যত্ন করে।


✅মেহেদী হাসান রনি