যদি আমি কবি হতাম,
তবে তোমাকে নিয়ে এক সমুদ্র লিখতাম,
অমাবস্যাকে কালি বানিয়ে তোমাকে আমি
পৃথিবী লিখতাম।
মেঘ লিখতাম, বৃষ্টি লিখতাম, তোমার নামেই আমার পুরো আকাশ লিখতাম ।


সন্ধ্যা হলেই জানালার পাশে আনমনে যখন বসতাম!
সাদা পৃষ্ঠায় কলম ছোঁয়াতেই... তোমাকে চাঁদ আর তারা লিখতাম।
মোহন বাঁশির সুর লিখতাম, আধাঁরের গায়ে লেপ্টে থাকা শাল পিয়ালের জোনাকী লিখতাম।


সুখ লিখতাম, দুঃখ লিখতাম, না জানি আরো কত
কি কি লিখতাম !
স্বর্গ থেকে ঝরে পড়া তুষার হীরক খণ্ড লিখতাম,
পাহাড় থেকে নেমে আসা চঞ্চল মহিন ঝর্না লিখতাম, নূপুর পায়ে বয়ে চলা রিমঝিম সুশীল নদী লিখতাম!
ভুলে গিয়ে পুরো দুনিয়া তোমাকেই একমাত্র
চাওয়া লিখতাম।


যদি আমি কবি হতাম,
তোমাকে আমার পৃথিবী লিখতাম ।।