বিবেকের আগুনে জ্বলতে জ্বলতে
খুঁজেই চলেছি একটু আগুন,
যে আগুনে আমার দুঃখ গুলোকে
পুড়িয়ে পাবো একটু শান্তি,


হৃদয়ের ঘড়িটা টিকটিকি করে শুধু
বেজেই চলেছে সময়ের হাত ধরে,
দুপুরের সূর্য ঢলে পড়েছে সন্ধ্যার কোলে
সারা শরীরে তার দিনান্তের ক্লান্তি।


আঁধারের বুক চিরে নীল নীলিমায়
এক ফালি চাঁদ উঁকি দিয়ে যায়,
সারা শরীরে হার মানা কলঙ্কের দাগ
রাত জাগা পাখির মতো অপেক্ষায়।


ফুল জানে ঝরে যাবে গোধূলি লগনে
তবু সে প্রভাত আলোতে হাসে,
বনফুল শুধু  সুগন্ধি ছড়িয়ে কাঁদে
থাকেতে পায় না দেবতার পাশে।


একটি দেশলাইয়ের কাঠি হয়তো একদিন
পুড়িয়ে দিতে পারবে গোটা বিশ্ব,
কেউ কি এমন আগুনের সন্ধান দিতে পারো
যে আমার কষ্ট পুড়িয়ে করবে নিঃশ্ব।