কেউ বলেনি, চোখে চোখ রেখে কথা বলো !
তোমার চোখে উত্তপ্ত এত প্রেম কেনো ?
একটি দেশের মহাযুদ্ধের প্রলয় কেনো ?
দুঃখের ছায়ায় তোমায় দিতে পারি বিশ্বজয়ী
বুকের সবুজ রোদ্দুর !
তোমায় ছুঁয়ে পাড়ি দিতে পারি অথৈই সমুদ্দুর
ভাবনার জলে বেদনাহত সুখের তৃষ্ণা আমি
নিদারুণ দুঃসময়েও মিটাতে পারি।


কেউ বলেনি, কেউ বলেনি, কেউ না।
কেউ বলেনি হাতটা ধরো,
পৃথিবীর উপর দিয়ে হাতে হাত রেখে পাখির মতো
উড়ে যাই অজানা গন্তব্যে, চলো
যদি ঠাঁই পাই কোনো কাঙ্ক্ষিত দেশের পথে,
হেঁটে যাব পুরো মানচিত্র।


কিন্তু কেউ বলেনি, কেউ বলেনি, কেউ না।
কেউ বলেনি, শত বছর পেরিয়ে তুই এতটা পথ পাড়ি
দিয়ে যখন স্থির হলি,
তখন শুষ্ক ঠোঁটে চুমু খেলিনা কেনো ?


কেউ বলেনি,নিস্তব্ধতা ছেড়ে তুই অগ্নি শিহরণ
দিলিনা কেনো ঠোঁটে ?
চুম্বন যখন সময়ের দাবি, তখন এন্টিসেপটিক একটি
চুম্বন খেলে কিবা ক্ষতি !
'চুম্বন কোনো পাপ নয়, চুম্বন হলো ভালোবাসার
শ্রেষ্ঠ সাক্ষী।'


কেউ বলেনি, কেউ বলেনি, কেউ বলেইনি।
চুম্বন অভিষেক বড় মধুর, অভিষিক্ত যে, সে জানে;
ভালোবাসার তৃতীয় পক্ষ চুম্বন; ইতিহাস ঢের
মানে...............................................................!!