জানি আমি ক্ষুধার জ্বালা বড় জ্বালা,
তাই বলে যেও না যেন ভূলে যথাতথা।
বুঝি আমি সবার এ নিদারুন ব্যাথা,
মরবে কেন ?  বরং বলি বাঁচার কথা।
অকারণে করনা গো হাংগা দাংগা,
এ সময়ে উচিত হবে শুধু ঘরে থাকা।
বেঁচে থাকলে পাবে তোমার পাওনা,
সব আশা বিফল হবে ধরে যদি করোনা।
এমন শিক্ষা দিল মোদের এই করোনা,
অন্যরোগে এভাবে কেউ এগিয়ে আসে না।
নেই ভেদাভেদ কেবা রাজা কে প্রজা,
কারও দুয়ারে এলে করোনা সবাই পাবে সাজা।
ভাল থাকব ভাল পরব সবার এটা আশা,
অনায়াসে বলছি তাই মর্মান্তিক ভাষা।
অন্যের ক্ষতি করেই নিজে ভাল থাকা,
সেদিন হলো অবসান এসে করোনা।
যুগযুগ থাকে যেন সবাইয়ের এই ঐক্যতা,
অন্যের দূখে দূখী হওয়া একেই বলে সভ্যতা।
বিশ্বকে ভাল থাকার জানাই এ প্রার্থনা,
চিরদিন সমান তো কাহারো যায় না।
খুব শীঘ্রই অবসান হবে সকল দূর্দশা,
ধৈর্য্য ধরে ঘরেই পরীক্ষা দিন এ মোর আশা।