এই শহরে নতুন করে আর প্রেম আসে না।
- প্রেম তো নয় সস্তা চায়ের দোকানে বসে চা খাওয়া।


এই শহরে নতুন করে আর শরীর খেলায় কেউ মগ্ন হয় না।
- শরীর ছাড়া প্রেমের খেলা, ধ্যানে মগ্ন আরাধনা।


এই শহরে নতুন করে আর অপেক্ষা শব্দটার জন্ম হয় না।
- কতশত অপেক্ষার উপেক্ষায় প্রতিদিন হচ্ছে মৃত্যু, তার খেলায় আর কেউ রাখে না।


এই শহরে আজ আর নতুন করে গোলাপ বিক্রি হয় না।
- ভালোবাসা ছাড়া গোলাপের কুঁড়ি থেকে আর গোলাপ ফুটে না।


এই শহরে নতুন ভোরে, আজ আর কুয়াশায় কেউ পা ভেজায় না।
- কংক্রিটের শহরে ধূসর ঘাসে কুয়াশা জমে না।


এই শহরে নতুন করে আর কেউ বেঁচে থাকার স্বপ্ন দেখে না।
- অর্ধমৃত মানুষের শহরে বেঁচে থাকার প্রার্থনা ঈশ্বরের নিকট পৌঁছায় না।


এই শহরে আজ আর কেউ কাউকে ভালোবাসে না।
- যাঁরা নিজেকে ভালোবাসতে পারে না, তাঁরা অন্য কাউকে ভালোবাসবে তা ভাবা বোকামি ছাড়া আর কিছুই না।