কোন রাতে নিশিজাগা পাখির ডাকে
আনমনা ঘর ছাড়া দৃষ্টিকে পাঠাই
বহুদূর নহ্মত্রের ওপারে যেখানে
তোমার স্মৃতি আজও কথা বলে।
কোন রাতে আকাশের চাঁদটাকে
তোমার মুখ ভেবে আবার জেগে উঠি
ভালোবাসার শিকারী মাছরাঙা
স্মৃতির জলায় তড়িৎ ডুব দেয়।
কোন রাতে শূন্যতাকে পুঁজি করে
সব ভুলে তোমাতেই উপগত হই
ভালোবাসা শেষ পর্যন্ত
শিকড়েই ফিরে যায়!
কোন রাতে অপসৃত অতীতের টানে
পিপাসার্ত স্বপ্ন ভালোবাসাহীনতায়
হৃদয়ের শ্যামল প্রান্তর পুড়ে ছাই করে
কষ্টগুলি আলো হয়ে জ্বলে।
কোন রাতে পারদের মতো ভারী হাওয়া
অনল তৃষ্ণায় পুড়া দেহকে
কষ্ট আর যন্ত্রনার হীম গহ্বরে
সারাক্ষণ ডুবিয়ে রাখে।
কোন রাতে অজস্র নিশাচরের
বিরহী কান্নায় বাতাস ভরে যায়
অস্তিত্বে ছায়া ফেলে দুঃখের স্মৃতি
কষ্টের থমথমে নীলমেঘ।