(শ্রদ্ধেয় কবির স্মরনে)


সাম্যের গাঙে অসাম্য ঢেউ
আছড়ে ভাঙছে কূল!
সাম্যের বাণী ধামাচাপা পড়ে
সাম্য ভাবাটা ভুল!


কত বিদ্রোহ কত প্রতিবাদে
সাম্য চেয়েছো কবি,
এখনও খোলেনি সাম্যের দ্বার
সাম্য কেবলই ছবি!


সাম্য এসেছে শ্মশানে মড়কে
বই খাতা পেনসিলে!
জলেতে বোয়াল খায় চারাপোনা
হাসতে হাসতে গিলে।


ঘুমে বুলবুল ঘুমিয়ে সাম্য
ওগো সাম্যের কবি,
গান অবসান শ্রমিক লোহিতে
ওঠে অসাম্য-রবি!