অনুরাগের অভিপ্রায়
তোমার খোঁপায় ঠাঁই নেবে ভেবেই
ফুটেছে এ শুভ্র বেলীফুল !
'দ্বিতীয়জনম' - আদৌ কিছু আছে কি ?
তোমাকে পেতেই হৃদয় আকুল !
তুমি দিও গো ও বেলীফুল খোঁপায় ঠাঁই !
আমি চেয়ে রব অপলক সে পানে,
বিমোহিত নয়নে !
উঠবে বেজে হৃদমন্দিরে, অনুরাগের হর্ষধ্বনি !
পুলকিত হবে – সে' দৃশ্যে – তাবৎ অমরাবতী !
চারচক্ষুর মিলনতিথিতে
বুঝে নিও মোর নেত্রপটের উপাসনা !
রাজি হলে দিও হাসি সলজ্জ —
অনুমতির বক্রষ্ঠিকা !
হৃদয়ে লালিত সেই অভিপ্রায়,
তাতে পেয়ে যাবে সায় ।।