আমার প্রতি কখনো কারো মায়া জন্মায়নি,
শুধু আমার প্রেমে পড়েছিল।
কেউ কখনো আমাকে সত্যিকারের ভালোবাসেনি,
আমাদের মাঝে শুধুই প্রেম হয়েছিলো।


আমি চেয়েছিলাম খোলা আকাশের নিচে এক টুকরো প্রণয়,
যেখানে অনুভুতির প্রকাশ করতে যান্ত্রিকতার সাহায্য নিতে হয় না।
কিন্তু আমি দেখেছিলাম মুঠোফোনে বন্দী একটা ঠিকঠাক সম্পর্ক।


যে সম্পর্কের নাম ছিলো ''শুধুই প্রেম''।
ঠিক প্রেম নয় মায়াহীন প্রেম।
যেখানে কোনো ভালোবাসা ছিলো না।
ছিলো শুধু ক্ষনিকের আবদার পূরণের আমেজ।


আমি চাইতাম আমাদের সম্পর্কের একটা দীর্ঘমেয়াদি নাম দিতে,
বুঝতেই পারিনি একমালিকানা অনুভূতি গুলোতে অংশীদার হয় না।
যেখানে চাওয়াটাই একার সেখানে সম্পর্কের নাম ঠিক করা শুধুই মিছেমিছি আবদার।
আমাদের শুধুই প্রেম হয়েছিলো,
  ভালোবাসাটা আর হয়ে উঠেনি।


আমি চেয়েছিলাম আমাদের জীবনের প্রতিটা সকাল-বিকেল
এক সাথে শুরু এক সাথে শেষ হোক।


আমি ভেবেছিলাম সে হয়তো আমার দুয়ারে কড়া নেড়েছে,
এক সাথে জীবনের সতেজ মুহুর্ত এবং শেষ মুহুর্ত কাটানোর জন্য।
কিন্তু হৃদয়ের কড়া নড়ার শব্দ আমার জীবনে শুধুই প্রেম নিয়ে এসেছিলো।
যেখানে মায়ার জন্ম হয়নি।
আমাদের শুধুই প্রেম হয়েছিলো,
ভালোবাসাটা আর হয়ে উঠেনি।