মনে করো, হটাৎ একদিন দেখা হয়ে গেল।
চোঁখ পরে গেল চোঁখে।
তখন কাকে লুকাবে,
আমাকে?
নাকি তোমাকে?
নাকি আমাদের সম্পর্ককে?


মনে কর, বৃষ্টির ভেজা রাতে আমি তোমার স্মৃতিতে।
তখন কাকে লুকাবে,
আমাকে না পাওয়ার আক্ষেপ কে?
নাকি তোমার অশ্রু সিক্ত চোঁখ কে?


মনে করো, ভালবাসা মিথ্যে প্রমাণ হলো।
কাকে দোষ দিবে,
তোমার ভাগ্যকে?
নাকি তোমার ভুল গুলোকে?


মনে করো, সকল বাঁধা পাড় হয়ে আমি ফিরে আসলাম।
কি করবে?
ভালোবাসবে?
নাকি এড়িয়ে যাবে?


মনে করো, হটাৎ আমি আর নেই।
কি করবে?
আমার জন্য কি আফসোস করবে?
নাকি অভিমানের দেয়াল আরো শক্ত করবে?