"এই যে ধরো হুটহাট করে যে কষ্ট পেয়ে যাই, সেই কষ্টের ব্যাখ্যা দেয়া যায় নাকি?


কেউ ভাবে, এ কষ্ট বড় বিলাসিতা


কেউ ভাবে, এ কষ্ট পাওয়ার কোন যৌক্তিকতা নেই


কেউ ভাবে, এত ছোট্ট ব্যাপারে কষ্ট পেলে জীবন চলবে কি করে? জীবন তো অনেক কঠিন


কেউ ভাবে, কই আমি তো এই কারণে কখনো কষ্ট পাই না? তো তুমি কেন পাবে?


সবার ভাবনা ফেলে দেয়া যাচ্ছে না ... যুক্তি আছে !!


তারপর হুট করে বুকের ভেতর চেপে বসা কষ্টকে ফেলে দিতে গিয়ে দেখি, তাকেও ফেলে দেয়া যাচ্ছে না ... সে সমস্ত যুক্তির উর্ধ্বে গিয়ে অবাধ্য শিশুর মত বুকের এক পাশে জায়গা করে নিয়েছে !!


এই হুট করে চেপে বসা কষ্টটা অবুঝ শিশুর মত ... পুরো পৃথিবী তাকে বোঝে না ... বিশাল পৃথিবীর কোন একটা ছোট্ট কথায় কিংবা দিনশেষের এক পশলা বিষণ্ণতায় জেগে গিয়ে সে বুকের এক পাশে নিজের অস্তিত্ব জানান দেয় !!


পুরো পৃথিবীর কাছে সে কষ্ট দুর্বোধ্য কিংবা বিলাসিতা ... আমার কাছে সে সত্য, তীব্র এক সত্য ... যে সত্য থেকে পালিয়ে যাওয়ার কোন ক্ষমতা আমার নেই !!" 🙂