ভালোবাসি কথাটি হয়নি বলা, হয়তো বা কথার ছলে কতবার বলেছি জানা নেই।
হালকা ঝিরিঝিরি বৃষ্টিতে তোমাকে ভিজতে দেখলে ভীষণ ভালো লাগে।
অাবার প্রচণ্ড রোদে তুমি যখন ঘেমে একাকার, তোমার শরীরের সেই গন্ধ অামার ভালো লাগে।
তুমি যখন অামার জন্য অপেক্ষা করতে করতে ভীষণ বিরক্ত, তখন তোমার ঐ বিরক্ত মাথা মুখটি দেখতে খুব ভালো লাগে।
তুমি অল্পতে কেঁদে ফেলো, অাবার তোমার এক ফোঁটা চোখের জলের সাথে একটু অালতো হাসি দেখতে অামার ভীষণ ভালো লাগে।
তবে কেনো জানি এতো ভালো লাগার পরও,
বুকের ভেতরে এক অদ্ভুত শূন্যতা স্পর্শ করে।


তবে ভালো লাগা ও ভালোবাসা এক না।
কিন্তু ভালো লাগা থেকেই তো ভালোবাসা হয়, নয় কি?


✅মেহেদী হাসান রনি