রাজধানীর পড়ন্ত বিকলের হাওয়ায় মিশে রয়
শত মানুষের লাভ-ক্ষতি,
পাওয়া-না পাওয়া,আর্তনাদ ও উল্লাস।
এবং মিশে রয় তোমার-আমার
বিচ্ছেদের মুহূর্তের শেষ দীর্ঘশ্বাস।
সম্পর্কের বোঝা টানতে টানতে ক্লান্ত দেহ
পরে রয় লেকের রঙচটা বেঞ্চিতে।
ক্রমশ ক্ষীণ হয়ে আসে অবাঞ্ছিত কোলাহল,
নিকোটিন মেঘে ঝাপসা হয়ে যায়
বিলবোর্ডে দাঁড়িয়ে থাকা প্রায়-উলঙ্গ নারী;
এবং পিলখানার শাদা হাতির শুঁড় হয়ে যায় আরো নত।
রেস্তরাঁর শেষ কাস্টমারের পর
ডেকচীতে রয়ে যাওয়া আমি উচ্ছিষ্ট।
আমি চেকারের দাবীকৃত ওয়েবিলের বিপরীতে
হাত জাগানো ছাত্র।
নিয়ম করে তোমার সাথে বেঞ্চ শেয়ারে সুখ নেই,
বরঞ্চ
ক্লাস শেষে টং দোকানের আট টাকাতেই আমার সুখ।


২৭০১২২