শহরে সন্ধ্যা নামে
চায়ের দোকান রাস্তাঘাটে
সে তখন যুক্ত স্বরের
প্রভাব শেখায় সহজ পাঠে।

আমি তাকে দিইনি কিছুই,
পরীক্ষাতেও কম পেয়েছি।
সে পড়ায় হয় দেশভাগ
আমার সবে লেখার গতি।

সে বলে নৌকা পেতে
আমার দেশে আসতে পারো।
আমি তাকে শোনাই নিষেধ
বিপদের পাঠ হাজারো।