মেদেনীর মোনালিসার মত রূপ নিয়ে
সে যে চলে গেছে দূরে
তাহারে আবার ডেকে আন কেনো?


সে যে চলে গেছে জনম জনম ধরে
কে হায় হৃদয় খুঁড়ে
কষ্ট পেতে ভালবাসে!
কর্কশ কালো কুকিল শিকার করে-
নিয়ে গেছে তারে বসন্তের পরশে,
আর তার পথপানে কেনো?


জীবন চলে গেছে জনম জনম পার হয়ে
তখন হঠাৎ যদি মেঠো পথে পাই তাহে,
বসন্তের আমেজে আবার যদি
পাই তারে আমের আবডালে!


আকাশের বিরামহীন বিস্তীর্ণ ডানার ভিতর
মাঝরাতে চাঁদের মতন করে,
সরু সরু ডাল পালা মুখে নিয়ে-
চাঁদের নীল অত্যাচার আমাকে মেরেছে।


সে যে চলে গেছে জনম জনম ধরে-
আমার হৃদপিন্ড ছিঁড়ে!
সে যে চলে গেল
সমুদ্রের স্ফীত মাতাল ঢেউয়ের মতো
দুর্দান্ত জীবনের নির্দয়িনীর মতো।


সে যে চলে গেল
ছিপ ছিপে শরের ভিতর
এক নিরালা নীড়ে।


বরিশাল-১৮-১১-২০১১